Rujira Narula Banerjee: যে মন্দিরে প্রণাম করেন রুজিরা

Rujira Narula Banerjee: যে মন্দিরে প্রণাম করেন রুজিরা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 2:26 PM

হাজরা রোডে অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিক উল্টোদিকে দুর্গা মন্দির। অভিষেক কি আসেন? বেশি রুজিরা আসেন মন্দিরে। মা দুর্গার কাছে। তপন চক্রবর্তী, পুরোহিত জানালেন অভিষেক কম আসেন। স্ত্রী রুচিরা আসেন বেশি। আরতি দেখেন। শিবের মাথায় জল ঢালেন।

প্রত্যেকেই বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর নমস্কার করেন। কোনও গুরুত্বপূর্ন কাজ করার আগেও প্রার্থনা করেন।করজোড়ে। বাড়িতে। বা বাড়ির কাছের মন্দিরের দেবতার কাছে। গাড়ি থেকেও পথের পাশে মন্দির পড়লে চলে প্রণাম পর্ব।হাজরা রোডে অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিক উল্টোদিকে দুর্গা মন্দির। অভিষেক কি আসেন? বেশি রুজিরা আসেন মন্দিরে। মা দুর্গার কাছে। তপন চক্রবর্তী, পুরোহিত জানালেন অভিষেক কম আসেন। স্ত্রী রুজিরা আসেন বেশি। আরতি দেখেন। শিবের মাথায় জল ঢালেন।ইডির তলবে যাওয়ার আগে কি মা দুর্গার কাছে এসেছিলেন রুজিরা? এসেছিলেন, জানালেন পুরোহিত। এসেছিলেন। পুজোর ফুলও নেন।

Published on: Jun 10, 2023 02:15 PM