Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan: সাবার কামড় দেখে এ কী করলেন হৃত্বিক?

Hrithik Roshan: সাবার কামড় দেখে এ কী করলেন হৃত্বিক?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 18, 2023 | 8:32 PM

এ কী করলেন প্রেমিক হৃত্বিক রোশন? সবে মাত্র খাবারে কামড় বসাতে যাচ্ছেন বান্ধবী সাবা আজাদ, আর সেই সময়ই ছবি তুলে বসেন হৃত্বিক। ছবি শেয়ার করে তিনি লিখলেন, , “আমার খাওয়ার সময় ছবি তুলতে ভালবাসেন হৃত্বিক। আসলে মহিলাদের খাওয়ার ছবি তো পাওয়া যায় না খুব একটা। সেই কারণে…”

১১ দিনেই বাজিমাত
শাহরুখ খান যেন দিন দিন চমকে দিচ্ছেন সকলকে। মাত্র ১১ দিনে ৮০০ কোটি? ২দিন আগেও বলিউড এই আয়ের স্বপ্ন দেখেনি। রাতারাতি বক্স অফিসের ভোল বদল করে বাদশার বাজিমাত। চলতি সপ্তাহেই ‘পাঠান’-এর কালেকশন টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘জওয়ান’-এর।

‘গদর ২’ দেখতে গিয়ে বিপত্তি
ছত্তিশগড়ে এ কী কাণ্ড ঘটল। সিনেমা দেখতে গিয়ে খুন হতে হল? ফোনে ‘গদর ২’ দেখছিলেন এক ব্যক্তি। হঠাৎই দিয়ে বসেন ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান। অভিযোগ, এই দোষেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযুক্ত, তাঁর বন্ধুরা। পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। পলাতক এক।

অস্বস্তিতে সাবা
এ কী করলেন প্রেমিক হৃত্বিক রোশন? সবে মাত্র খাবারে কামড় বসাতে যাচ্ছেন বান্ধবী সাবা আজাদ, আর সেই সময়ই ছবি তুলে বসেন হৃত্বিক। ছবি শেয়ার করে তিনি লিখলেন, , “আমার খাওয়ার সময় ছবি তুলতে ভালবাসেন হৃত্বিক। আসলে মহিলাদের খাওয়ার ছবি তো পাওয়া যায় না খুব একটা। সেই কারণে…”

হৃত্বিকের উপলব্ধি
৪৯ বছর বয়সে এ কী উপলম্বি হৃত্বিক রোশনের? সুখদর্শনের সংজ্ঞা দিলেন সুপারস্টার। তাঁর কথায়, সুখ আসলে নিত্যদিন অভ্যাস করতে হয়। সাফল্য এলেই যে সুখ পিছু-পিছু সুখ আসবে, তার কোনও মানে নেই। তিনি আরও বলেন, ছোট-ছোট জিনিসের মধ্যেই রয়েছে সুখ।

বিয়েতে এ কী কাণ্ড?
এক অভিনব ঘটনা ঘটতে চলেছে অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডার বিয়েতে। আম আদমি পার্টির নেতা রাঘবের তাতে সায় আছে ষোল আনা। পরিণীতির বিয়েতে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এবং এই ক্রিকেট ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। বলিউড সূত্রে মিলছে এমনই খবর।

এ কী বললেন আমিশা
আমিশা প্যাটেল কেন বলিউডে সেভাবে কাজ পাননি ? তাঁর কথায়, “গোটা ইন্ডাস্ট্রি জানে আমি সোজাসাপ্টা মানুষ। উচিত কথা বলে দিই মুখের উপর। কোনও ছবি খারাপ লাগলে রাখঢাক করতে পারি না। হল থেকে বেরিয়ে এসে বলে দিই সত্যি কথা। তাই আমাকে ‘মুফট’ (Mufat) বলা হয় বলিউডে। এতে হয়তো অনেকে রেগেও যান আমার উপর।”

কত কোটি পারিশ্রমিক আল্লুর?
দক্ষিণী সুপারস্টার এখন গোটা ভারতের হার্টথ্রব। আল্লু অর্জুন, যাঁর এখন একটাই পরিচয়—’পুষ্পা’। ‘পুষ্পা’ ছবির জন্য আল্লু পারিশ্রমিক নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা। যদিও ছবির নায়িকা রশ্মিকা মন্দানা পাচ্ছেন ৬ কোটি।

মায়ের ওপর কেন রাগ?
ছোট থেকেই বডি শেমিং-এর শিকার বিদ্যা বালান। মায়ের ওপর ছিল চরম রাগ। কেন? বিদ্যা জানান, তাঁর শরীরের জন্য কটাক্ষ করতেন সকলেই। তাঁর মা-ও তাঁকে ডায়েট মানার জন্য চাপ দিতেন। কিন্তু কেন এত নিয়ম মানতে হবে, শৈশবে বুঝতেন না বিদ্যা। তাঁর কথায়, “এখন বুঝি মাকেও অনেক কথা শুনতে হত।”

আবারও পর্দায় পরী-রাজ?
দীর্ঘদিনের বিবাদ কি তবে মিটল? বেশ কয়েকদিন ধরেই কাছাকাছি বাংলাদেশ জুটি পরীমণি ও শরিফুল রাজ। শোনা যাচ্ছে, এবার তাঁরা এক ওটিটি-তে জুটি বাঁধতে চলেছেন। একসময় বহু ছবি একসঙ্গে করেছেন তাঁরা। তবে ছেলে জন্মের পর থেকেই থামে রিল লাইফের সফর। নতুন সিরিজ়ের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ভক্ত মহলে।

Published on: Sep 18, 2023 08:30 PM