Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabitri Chatterjee Birthday: 'বাড়িতে কোনও সেলিব্রেশনই নেই', কারণ জানালেন সাবিত্রী

Sabitri Chatterjee Birthday: ‘বাড়িতে কোনও সেলিব্রেশনই নেই’, কারণ জানালেন সাবিত্রী

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 21, 2024 | 11:46 PM

আজ, ২১ ফেব্রুয়ারি, বুধবার তাঁর নিউ আলিপুরের বাড়িটায় পায়েস তৈরি হয়েছে। দুপুরে খেতে বসার আগে পায়েসের বাটিতে চুমুক দিয়েছেন কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়। ৮৭ বছর বয়সে পা দিলেন তিনি। আজ সাবিত্রীর জন্মদিন। বলেছেন, “বিগত দেড় মাস ধরে খুবই অসুস্থ আমি। সর্দি-কাশি-জ্বর-শ্বাসের সমস্যা হচ্ছে। নেবুলাইজ়ার নিচ্ছি। আজ তাই কিছুই হচ্ছে না আমার বাড়িতে। কারও সঙ্গে দেখাও করছি না আমি।”

শাহরুখের মুকুটে পালক
শাহরুখ খান পেলেন দাদাসাহেব আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ২০২৪। সেরা অভিনেতা বিভাগে জয়ী তিনি। ‘জওয়ান’ ছবি এনে দিল তাঁর ঝুলিতে এই পুরস্কার। হাসি মুখে কিং বললেন, “আমি আপ্লুত, এমন আরও অনেক ভাল কাজ আপনাদের উপহার দেব, কথা দিচ্ছি। আরও কঠোর পরিশ্রম করে যাব গোটা বিশ্বের দর্শকের জন্য।”

প্রতারণার বিরুদ্ধে সরব বিদ্যা
বিদ্যা বালানের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় হুবহু বিদ্যার নকল করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছিল। খবর কানে আসতেই খার পুলিশ স্টেশনে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যা বালান।

কটাক্ষে নাইসা
অজয় দেবগণ ও কাজল কন্যা নাইসা দেবগণ আবারও কটাক্ষের মুখে। রাত পার্টি করে বেরিয়ে খুঁজেই পাচ্ছিলেন না নিজের গাড়ি। পাপারাৎজ়িরা দেখিয়ে দিলেন পথ। তাতে আবারও তোপ নেটপাড়ার। কেউ লিখলেন, ”বাবা-মায়ের টাকা ওড়াচ্ছে”, কেউ আবার লিখলেন, ”এর পিছু নেওয়ার কী প্রয়োজন, সত্যিই বুঝি না।”

জন্মদিনে কী করলেন সাবিত্রী?
আজ, ২১ ফেব্রুয়ারি, বুধবার তাঁর নিউ আলিপুরের বাড়িটায় পায়েস তৈরি হয়েছে। দুপুরে খেতে বসার আগে পায়েসের বাটিতে চুমুক দিয়েছেন কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়। ৮৭ বছর বয়সে পা দিলেন তিনি। আজ সাবিত্রীর জন্মদিন। বলেছেন, “বিগত দেড় মাস ধরে খুবই অসুস্থ আমি। সর্দি-কাশি-জ্বর-শ্বাসের সমস্যা হচ্ছে। নেবুলাইজ়ার নিচ্ছি। আজ তাই কিছুই হচ্ছে না আমার বাড়িতে। কারও সঙ্গে দেখাও করছি না আমি।”

বিবাহ সম্পন্ন রাকুলের
আজ, ২১ ফেব্রুয়ারি, বুধবার গোয়ায় গালা সেলিব্রেশন। সাত পাকে বাঁধা পড়লেন বলিউড সেলেব রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। দুপুর তিনটেয় মালামদল হয় জুটির। এ দিন বলিউডের অধিকাংশ সেলেবই ছিলেন নিমন্ত্রিত। রাতভর চলবে পার্টি। থাকছে দুই রিসেপশনের আয়োজনও।

পিঙ্কিকে বকুনি বন্ধুদের
দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায় সঙ্গে বিয়ে ভেঙে তৃতীয় বিয়ে সেরেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। তা দেখে পিঙ্কি সাধুবাদ জানিয়েছেন কাঞ্চন এবং তাঁর নতুন স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে। এমনটা দেখে পিঙ্কির বন্ধুরা বকুনি দিয়েছেন তাঁকে। বলেছেন, “জানেন, আমার বন্ধুরা ঝাঁঝিয়ে উঠে বলেছেন: তুই ওর ভাল চাইছিস? ভুলে গেলি ও কী করেছে তোর সঙ্গে?”

সন্ন্যাসী সেজে আত্মগোপন অভিনেত্রীর?
‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে স্মৃতি হারিয়েছে সন্ধ্যার, অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরার। তাঁকে দেখানো হয়েছে এক সন্ন্যাসীর চরিত্রে। ধুলোকালি মাখা, মাথায় জটা-পরা অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে, তিনিই সেই…। এই চরিত্রে অভিনয় করে হাঁপিয়ে উঠেছেন অন্বেষা। ফেসবুকে পোস্ট করেছেন ছবি। ক্যাপশনে লিখেছেন, “আর যাই-ই হই….. জীবনে কোনওদিন সন্ন্যাসী হব না।” সহ-অভিনেতারা রসিকতা করে বলেছেন, “এবার অন্বেষা হিমালয়ে চলে যাবে…”

নিজেকে সত্যিই প্রেগন্যান্ট ভাবেন অভিনেত্রী
তরুণী অভিনেত্রীকে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করতে হচ্ছে। তাতে কি মানসিকভাবে তাঁর উপর কোনও প্রভাব পড়ছে? ‘তোমাদের রানী’ ধারাবাহিকের রানী অর্থাৎ অভিনেত্রী অভিকা মালাকার বলেছেন, “প্রেগন্যান্ট মহিলার চরিত্রে অভিনয় করতে-করতে এক-এক সময় মনে হয় আমি সত্যিই অন্তঃসত্ত্বা। যখন ব্রেকে থাকি, কিংবা মেকআপ রুমে, তখন প্রেগন্যান্ট মহিলার মতোই সাবধনতা অবলম্বন করে চলাফেরা করি। সিন করার প্রভাব থেকেই যায়। বসতে গেলেও সাবধানে বসি।”

প্রয়াত আমিন সায়ানি
বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি। বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন ছেলে রাজিল সায়ানি। আল ইন্ডিয়া রেডিয়ো-য় সম্প্রচারিত আইকনিক অনুষ্ঠান ‘গীতমালা’র উপস্থাপক ছিলেন আমিন। মুম্বইয়ে তাঁর বাসভবনেই হার্ট অ্যাটাক হয় আমিনের। হাসপাতালে গিয়ে যাওয়া হয়। তখনই মৃত্যু হয় কিংবদন্তি রেডিয়ো উপস্থাপকের। পরিবার থেকে জানানো হয়েছে, ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে আমিনের। কিছু আত্মীয়ের জন্য অপেক্ষা করছে পরিবার। তাঁরা এলেই শেষ বিদায় জানানো হবে আমিনকে।