AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandan Devadula: কোন রহস্যে ৩৪৪% বেতন বাড়ে?

Nandan Devadula: কোন রহস্যে ৩৪৪% বেতন বাড়ে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 15, 2023 | 5:51 PM

Share

এইচসিএল টেকনোলজিসের নন্দন দেবদুলা তাঁর বেতন বাড়িয়েছেন ৩৪৪% । নন্দন দেবদুলা এইচসিএল টেকনোলজিসের সিনিয়র রিঅ্যাক্ট ডেভলপার। নিজের আপস্কিলিং করে নন্দন এই অসাধ্য সাধন করেছেন।

এইচসিএল টেকনোলজিসের নন্দন দেবদুলা তাঁর বেতন বাড়িয়েছেন ৩৪৪% । নন্দন দেবদুলা এইচসিএল টেকনোলজিসের সিনিয়র রিঅ্যাক্ট ডেভলপার। নিজের আপস্কিলিং করে নন্দন এই অসাধ্য সাধন করেছেন। সময়োপযোগী এবং তাঁর কর্মক্ষেত্রের জন্য যা জরুরি সেই সব ক্ষেত্রে নিজের উন্নতি করেন নন্দন। এর জন্য তিনি বেছে নেন ছুটির দিনগুলো। উইকএন্ডে যোগ দেন বেশ কিছু ক্লাসে। সেই ক্লাসে মেন্টররা হাতে কলমে তাঁকে শেখান বেশ কিছু বিষয়। ওই ক্লাসগুলো নন্দনকে ইন্ডাস্টিতে আরও প্রাসঙ্গিক করে তোলে। নন্দন বলছেন যারা ৯টা-৫টার চাকরি করে তাদের ক্ষেত্রে আপস্কিলিং খুব কঠিন। সমস্যা হয় টাইম ম্যানেজমেন্টের। যে পদে কাজ করছেন তার চাহিদা কম হলে। কোম্পানির যে পদের চাহিদা সবচেয়ে বেশি সেই বিষয় শিখুন। প্রয়োজনে কোর্স জয়েন করুন। সপ্তাহান্তের সময়টাকে যতদূর পারেন কাজে লাগান। ব্যতিক্রমী কোনও দক্ষতা থাকলে তার সার্টিফিকেশন দেখান। সেই দক্ষতা তুলে ধরুন। সিভিতে ‘চমক’ না দিয়ে, কৃতিত্ব, দক্ষতা আর প্রজেক্ট তুলে ধরে এমন পোর্টফোলিও বানান। তাহলে কেবল ভাল বেতনই নয় চূড়ান্ত প্রতিযোগিতাতেও টিকে থাকা যায়।