Salman Khan On Jawan Movie: জওয়ানের প্রথম টিকিট বুকিং ভাইজানের

Salman Khan On Jawan Movie: জওয়ানের প্রথম টিকিট বুকিং ভাইজানের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 4:57 PM

জওয়ান ছবি নিয়ে উঠছে প্রশংসার ঝড়। এই ছবির জন্য সলমান খান শুভেচ্ছা জানান শাহরুখ খানকে। জওয়ান ছবির প্রথম টিকিট বুক করলেন সলমান। ভাইজান জওয়ান ছবির প্রিভিউ শেয়ার করেছেন। তিনি লেখেন, এই ছবিটির ট্রেলার অসাধারণ।

জওয়ান ছবি নিয়ে উঠছে প্রশংসার ঝড়। এই ছবির জন্য সলমান খান শুভেচ্ছা জানান শাহরুখ খানকে। জওয়ান ছবির প্রথম টিকিট বুক করলেন সলমান। ভাইজান জওয়ান ছবির প্রিভিউ শেয়ার করেছেন। তিনি লেখেন, এই ছবিটির ট্রেলার অসাধারণ। সলমান আরও লেখেন, এই ছবি প্রেক্ষাগৃহে দেখা দরকার। শাহরুখ লিখেছেন, প্রথম টিকিটও বুক করার জন্য সলমানকে অনেক ধন্যবাদ। শাহরুখ আরও লিখেছেন সলমানকে তিনি খুব ভালবাসেন। এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি,নয়নতারা। জওয়ানে শাহরুখকে ৪টি লুকে দেখা যাবে। একটা সময় তাঁর মুখ প্রায় ব্যান্ডেজ ঢাকা অবস্থায় দেখা যাবে। কখনও দেখা যাবে একটি ক্লিন শেভ। শাহরুখকে কখনও টাক মাথার লুকে দেখা যাবে। আর একটি লুক হল তাঁর মুখের অর্ধেক ঢাকা ধূসর মাস্কে। জওয়ানে দেখা যাবে দীপিকা পাড়ুকোন,আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সানিয়া মালহোত্রা। এই সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ৭ সেপ্টেম্বর সারা দেশে জওয়ান ছবি মুক্তি পেতে পারে।