Paschim Medinipur News: দেদার বালিচুরি
রাতের অন্ধকারে চলছে বালি চুরি দাসপুর এক নম্বর ব্লকের পোস্তংকা এলাকায় কাঁসাই নদীর পাড় কেটে। স্থানীয় সূত্রে জানায়ায় কাঁসাই নদী থেকে অল্প অল্প করে বালি তুলে নদীর পাড়ে মজুদ রাখা হচ্ছে সেই বালি, রাতের অন্ধকারে ছোট গাড়িতে করে বিক্রির জন্য পাঠানো হচ্ছে অন্যত্তরে।
রাতের অন্ধকারে চলছে বালি চুরি দাসপুর এক নম্বর ব্লকের পোস্তংকা এলাকায় কাঁসাই নদীর পাড় কেটে। স্থানীয় সূত্রে জানায়ায় কাঁসাই নদী থেকে অল্প অল্প করে বালি তুলে নদীর পাড়ে মজুদ রাখা হচ্ছে সেই বালি, রাতের অন্ধকারে ছোট গাড়িতে করে বিক্রির জন্য পাঠানো হচ্ছে অন্যত্তরে।
বৃহস্পতিবার রাতো অবৈধভাবে বালি পাচার হচ্ছে এমনই খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি গাড়ি সহ দুইজনকে গ্রেফতার করে । আজ তাদের তোলা হবে ঘাটাল আদালতে। এ বিষয়ে দাসপুর BLRO কৌশিক সামন্ত জানায় আমরা নিয়মিত নজরদারি রাখছি পুলিশের সাথে যৌথভাবে কাজ করছি, কিছু কিছু জায়গায় অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমরা নজরে রেখেছি ঠিক সময়ে পদক্ষেপও নেয়া হচ্ছে যারা এই কাজের সাথে যুক্ত যারা এই কাজ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।

