Satabdi Roy News: অবস্থান বিক্ষোভে সাংসদ
সিউড়িতে রেল ওভার ব্রিজের কাজ শুরু হিয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু বারবার থমকে গিয়েছে নির্মান কাজ৷ আর তারই জেড়ে যানজটে নাকাল হতে হয় সাধারন মানুষকে। দির্ঘ সময় দাঁড়্রিয়ে থাকতে হয় পথ চলতি মানুষকে। ওওভার ব্রিজ তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি তে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল৷ রয়েছেন সাংসদ শতাব্দী রায়।
সিউড়িতে রেল ওভার ব্রিজের কাজ শুরু হিয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু বারবার থমকে গিয়েছে নির্মান কাজ৷ আর তারই জেড়ে যানজটে নাকাল হতে হয় সাধারন মানুষকে। দীর্ঘ সময় দাঁড়্রিয়ে থাকতে হয় পথ চলতি মানুষকে। ওওভার ব্রিজ তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি তে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল৷ রয়েছেন সাংসদ শতাব্দী রায়।
তৃণমূল কংগ্রেসের দাবি যদি এবার দ্রুততার সাথে কাজ শুরু না হয় রেলের ওভার ব্রিজ তৈরির তাহলে আরো বৃহত্তর আন্দোলন দেখবে রেল আধিকারিকরা। প্রয়োজনে রেল অবরোধ কর্মসূচি ও নেওয়া হতে পারে। সংসদ শতাব্দী রায় এর আগে বেশ কয়েকবার সংসদে বক্তব্য রাখার সময় এই বিষয়টি তুলেছিলেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।
Latest Videos
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

