AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satabdi Roy News: অবস্থান বিক্ষোভে সাংসদ

Satabdi Roy News: অবস্থান বিক্ষোভে সাংসদ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 27, 2023 | 5:23 PM

Share

সিউড়িতে রেল ওভার ব্রিজের কাজ শুরু হিয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু বারবার থমকে গিয়েছে নির্মান কাজ৷ আর তারই জেড়ে যানজটে নাকাল হতে হয় সাধারন মানুষকে। দির্ঘ সময় দাঁড়্রিয়ে থাকতে হয় পথ চলতি মানুষকে। ওওভার ব্রিজ তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি তে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল৷ রয়েছেন সাংসদ শতাব্দী রায়।

সিউড়িতে রেল ওভার ব্রিজের কাজ শুরু হিয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু বারবার থমকে গিয়েছে নির্মান কাজ৷ আর তারই জেড়ে যানজটে নাকাল হতে হয় সাধারন মানুষকে। দীর্ঘ সময় দাঁড়্রিয়ে থাকতে হয় পথ চলতি মানুষকে। ওওভার ব্রিজ তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি তে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল৷ রয়েছেন সাংসদ শতাব্দী রায়।

তৃণমূল কংগ্রেসের দাবি যদি এবার দ্রুততার সাথে কাজ শুরু না হয় রেলের ওভার ব্রিজ তৈরির তাহলে আরো বৃহত্তর আন্দোলন দেখবে রেল আধিকারিকরা। প্রয়োজনে রেল অবরোধ কর্মসূচি ও নেওয়া হতে পারে। সংসদ শতাব্দী রায় এর আগে বেশ কয়েকবার সংসদে বক্তব্য রাখার সময় এই বিষয়টি তুলেছিলেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।