Saurabh Shukla: সুযোগ পেলে বাংলা ছবি করবেন সৌরভ

Saurabh Shukla: সুযোগ পেলে বাংলা ছবি করবেন সৌরভ

Nandan Paul |

Dec 13, 2023 | 7:00 PM

Saurabh Shukla: অভিনেতা, চিত্রনাট্যকার সৌরভ শুক্লার মা বাঙালি, স্ত্রীও বাঙালি। ‘সত্য’ ছবি থেকে যাত্রা শুরু করে আজও ভারতীয়দের মনে রাজ করছেন সৌরভ শুক্লা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি, ছবি তৈরির সঙ্গে বাজেট থেকে ছবিতে ভায়োলেন্স। নানা বিষয়ে একান্ত সাক্ষাৎকারে TV9 বাংলার সামনে সৌরভ শুক্লা।

বাংলার (West Bengal) সঙ্গে তাঁর নাড়ির যোগ। অভিনেতা, চিত্রনাট্যকার সৌরভ শুক্লা (Saurabh Shukla)। মা বাঙালি, স্ত্রীও বাঙালি। তাই নিজেকে ‘বাঙালি’ হিসেবেই পরিচয় দেন। ‘সত্য’ (Satya) ছবি থেকে যাত্রা শুরু করে আজও পৃথিবীর বিভিন্ন কোণে থাকা ভারতীয়দের মনে রাজ করছেন সৌরভ শুক্লা। বাঙালি খাবার তাঁর প্রিয়, বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করলেও এখনও বাংলা ভাষায় ছবি করে উঠতে পারেননি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনয় নিয়ে মাস্টারক্লাস করাতে এসে জানালেন, যে কোনও চরিত্র জন্য নিজেকে তৈরি করতে সারা জীবনের শিক্ষা প্রয়োজন। ওটিটি প্ল্যাটফর্মের কারণে ভাল অভিনেতাদের দর্শক খুঁজে পেয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি, ছবি তৈরির সঙ্গে বাজেটের সম্পর্ক থেকে ছবিতে ভায়োলেন্স। নানা বিষয়ে একান্ত সাক্ষাৎকারে টিভি নাইন বাংলার মুখোমুখি সৌরভ শুক্লা।