‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’ EPISODE 4

‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’ EPISODE 4

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 05, 2021 | 8:12 PM

বনানীর প্রতি একটাই অভিযোগ রয়েছে সায়ন্তনীর। না! ঠিক অভিযোগ নয়। মন খারাপ। বনানীকে সরাসরিও সে কথা বলেছেন সায়ন্তনী। এ বার দর্শকের সামনেও সেই গোপন কথা শেয়ার করলেন অভিনেত্রী।

অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তাঁর শাশুড়ি মা বনানী মল্লিক। তাঁদের কেমিস্ট্রিটা কেমন? ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’-র মুডে কি থাকেন সব সময়? নাকি শাশুড়ি-বৌমার মধ্যে কোনও মিলও রয়েছে? তাঁদের অন্দরে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ আজকের অতিথি সায়ন্তনী এবং বনানী।

বনানীর প্রতি একটাই অভিযোগ রয়েছে সায়ন্তনীর। না! ঠিক অভিযোগ নয়। মন খারাপ। বনানীকে সরাসরিও সে কথা বলেছেন সায়ন্তনী। এ বার দর্শকের সামনেও সেই গোপন কথা শেয়ার করলেন অভিনেত্রী।