Scammers and Spam Call: জালিয়াতদের আটকাতে হাতিয়ার সাধারণ মানুষই! জানাল TRAI
Spam Calls: এখানেই উঠে আসে TRAI DND বলে কেন্দ্রের একটি অ্যাপের কথা। এই অ্যাপ ব্যবহার করে কেউ যদি কোনও মেসেজ রিপোর্ট করে তাহলে ট্রাই ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সেই নম্বরটাকে ট্র্যাক করে চিরতরে ব্ল্যাকলিস্টেড করে দেয়। আর বন্ধ হয়ে যায় জালিয়াতি।
দারুণ একটা পদক্ষেপ করেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি। এই পদক্ষেপের একটা কারণ অবশ্যই কেন্দ্রীয় সরকারের নির্দেশ। আসলে ট্রাই গত ১ বছরে ২১ লক্ষের বেশি মোবাইল নম্বর ও ১ লক্ষ জালিয়াতি সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে তারা। এই স্প্যাম নম্বরগুলোকে ব্লকও করে দিয়েছে ট্রাই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জানাচ্ছে ভারতের মানুষকে প্রতারকদের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ সত্যিই খুবই জরুরি ছিল।
এখানেই উঠে আসে TRAI DND বলে কেন্দ্রের একটি অ্যাপের কথা। এই অ্যাপ ব্যবহার করে কেউ যদি কোনও মেসেজ রিপোর্ট করে তাহলে ট্রাই ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সেই নম্বরটাকে ট্র্যাক করে চিরতরে ব্ল্যাকলিস্টেড করে দেয়। আর বন্ধ হয়ে যায় জালিয়াতি।
Published on: Nov 26, 2025 07:45 PM