ASHA workers Protest: স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
ASHA workers Protest: মুর্শিদাবাদের কান্দি থেকে আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কলকাতা স্বাস্থ্য ভবন যাবার পথে পুলিশ তাদের বাস আটকে দেয়। অন্যদিকে আশাকর্মীদের বেআইনিভাবে থানায় আটকে রাখার অভিযোগে ডেবরা–সবং রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাল বিজেপি।
আশা কর্মীদের আন্দোলনকে কেন্দ্র করে দিনভর চাপানউতোর চলল বঙ্গ রাজনীতির আঙিনায়। জেলা জেলা থেকে আশা কর্মীরা এসে ভিড় করলেন কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে। অন্যদিকে সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে আশা কর্মীদের কলকাতা আসার পথে বাধা দিতে দেখা যায় পুলিশকে। বাঁকুড়া থেকে মেদিনীপুর সর্বত্রই দেখা গেল একই ছবি। মুর্শিদাবাদের কান্দি থেকে আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কলকাতা স্বাস্থ্য ভবন যাবার পথে পুলিশ তাদের বাস আটকে দেয়। অন্যদিকে আশাকর্মীদের বেআইনিভাবে থানায় আটকে রাখার অভিযোগে ডেবরা–সবং রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাল বিজেপি।