AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: প্রথমে হিটস্ট্রোক, এবার চোখ! ভাল নেই কিং খান, যাচ্ছেন বিদেশে

Shah Rukh Khan: প্রথমে হিটস্ট্রোক, এবার চোখ! ভাল নেই কিং খান, যাচ্ছেন বিদেশে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 31, 2024 | 12:04 AM

Shah Rukh Khan: মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। এ বার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।

ফের অসুস্থ শাহরুখ
মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। এ বার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।

বিস্ফোরক দেবযানী
ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর দাম্পত্য জীবন নিয়ে জলঘোলা, ঋষির এক ভিডিয়ো ঘিরে বিচ্ছেদ জল্পনার সূত্রপাত। এবার তা নিয়েই আইনিপথে হাঁটার হুমকি দেবযানীর। বললেন, ‘আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যে। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের নীচ উদ্দেশ্য সাধন করা। খুব শীঘ্রই প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নিতে চলেছি।’

সচল হচ্ছে টলিপাড়া
মঙ্গলবার দুপুরে টলিউডকে সচল করতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সকলকে নিয়ে নবান্নে বৈঠকের পর মেলে দেবের আশাবাদী পোস্ট যেখানে তিনি স্পষ্ট করে দেন আগামী কাল অর্থাৎ বুধবার থেকেই ঘুরবে টলিপাড়ার চাকা। শুরু হবে শুটিং।

বিস্ফোরক তাপসী
তাপসী পান্নু এবং পাপারাজ্জিদের যেন ‘সাত্তিস কা আখড়া!’ মাঝে মধ্যেই দুই পক্ষের খিটিমিটি লেগে যায়। কিন্তু কী সমস্যা দু তরফের? এই নিয়েই এবার মুখ খুললেন তাপসী, বললেন, ‘এই জিনিসগুলো আমায় ছবি এনে দিচ্ছে না। আমার ছবিগুলোই আমায় কাজ এনে দেয়। তাই আমায় সো কল্ড মিডিয়ার এই ভাগটাকে তুষ্ট করে চলতে হবে এমনটা নয়। আমি এদের ডিরেক্ট মিডিয়া বলি না।’

সুহানার এই ক্লিপের দাম জানেন?
সুহানা খানকে কে না চেনেন? সম্পর্কে তিনি শাহরুখের কন্যা। এ হেন সুহানার সাজ পোশাক যে ‘আম আদমি’র মতো হবে না সে ধারণা করাই যায়! তবে তাই বলে মাথার একটা ক্লিপের দাম এত! সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সুহানা। খোলা চুলে তিনি জুড়েছেন এক ক্লিপ। সেই ক্লিপের দাম ৪৮ হাজার ৫৬১ টাকা! ভাবতে পারছেন?

ফিরে এলেন ঐন্দ্রিলা?
ঐন্দ্রিলা চলে যাওয়ার পর তাঁর প্রোফাইলটি কার্যত নিষ্ক্রিয়ই। তবে বহুযুগ পরে সেখান থেকে করা হয়েছে এক পোস্ট। পোস্টদাত্রী ঐন্দ্রিলা! কী করে সম্ভব? নেটিজেনদের চোখে বিস্ময়। তবে মুহূর্তের ধাক্কা কাটতেই চোখ ভিজল জলে। না কোনও মন্ত্রবলে ফিরে আসেননি অভিনেত্রী। বরং তাঁর কাছের মানুষেরাই তাঁর প্রোফাইল থেকে করেছেন সেই পোস্ট, দর্শকমনে আজও ঐন্দ্রিলা স্মৃতি অটুট রাখতেই যে এই প্রয়াস।

বউকে ভয় পান শাহরুখ?
ভাইরাল পুরনো ক্লিপ। তাতে দেখা যাচ্ছে, এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞেস করছেন, তিনি কি স্ত্রী গৌরী খানকে ভয় পান? শাহরুখ নাকি তাঁকে বারবার ফোন করেন? জবাবে শাহরুখ বলেন, “আমি গৌরীকে ভালবাসি। কিন্তু তাঁকে ভয় পাই না। আমার যখনই তাঁর কথা মনে পড়ে, ফোন করি। যদি পাঁচ মিনিট অন্তরও মনে পড়ে, ফোন করি।”

অদ্রিজার বিএমডব্লিউ
বাংলার মেয়ে এখন মুম্বইয়ের মাটি কাঁপাচ্ছেন। তাঁর নাম অদ্রিজা রায়। তিনি একটা সময় বাংলা সিরিয়ালে পরিচিত মুখ ছিলেন। অভিনয় করেছিলেন বাংলা ছবি এবং ওয়েব সিরিজ়েও। মুম্বইয়ে পাড়ি দিয়েছেন অনেকদিন। সেখানে ইতিমধ্যেই ‘ইমলি’, ‘কুণ্ডলি ভাগ্য’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন। এবার তিনি নিজের পয়সায় একটি কালো রঙের বিএমডব্লিউ কিনলেন। ছবি শেয়ার করে লিখেছেন, “আমার তাড়াহুড়োয় ভরা জীবনকে হর্সপাওয়ারে পরিণত করলাম…।”

. কার সঙ্গে হারালেন কৃতি
অভিনেত্রী কৃতি শ্যানন নাকি প্রেম করছেন ব্রিটেনের এক ব্যবসায়ীর সঙ্গে। তাঁর নাম কবীর বাহিয়া। তাঁরা নাকি জুটিতে বেড়াতে গিয়েছেন গ্রিসের এক সুন্দর দ্বীপে। সেখানে আলো-আঁধারি খেলা করে। দ্বীপের নাম মাইকোনস। দু’জনেই একই লোকেশন থেকে নিজ-নিজ সোশাল মিডিয়া হেন্ডেলে ছবি পোস্ট করেছেন গ্রিসের। নেটিজ়েনদের অনুমান, জল্পনা এড়ানোর জন্যই একে-অপরকে ট্যাগ করেননি তাঁরা।

Published on: Jul 31, 2024 12:02 AM