Shahid Kapoor News: গোপনে প্রেম করছেন শহিদ কাপুর?
বারবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র বিন্দু হয়েছেন শহিদ কাপুর। এবার ফের একাবার তাঁকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তিনি কি গোপনে প্রেম করছেন?
শাহিদ কাপুর বলিউডের হটকেক। পর্দায়, সিনেপাড়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা সোশ্যাল মিডিয়া পোস্ট। সুপুরুষ এই স্টারকে তাই গোপনে মন দিয়েছেন অনেকেই। তা বলে গোপনে প্রেম! দিনের পর দিন নাজেহাল হতে হয় শাহিদ কাপুরকে তাঁর এক ভক্তের জন্য। তিনি বাইরের কেউ নন, বরং সিনেপাড়ার অন্দরমহলের সদস্য। মীরা রাজপুতের সঙ্গে দিব্যি সংসার করছেন। শাহিদ কাপুরের জীবনে ভাইরাল হওয়া সম্পর্কে করিনা কাপুরের নাম সবার আগে । তাই বলে আরও এক বিয়ে? শাহিদ কাপুরের জীবনে আরও এক নারীর প্রভাব ছিল। তার জেরে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে অভিনেতাকে। সেই সম্পর্ক যে এই পর্যায় পৌঁছে যাবে, বুঝতে পারেননি শাহিদ কাপুর। প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে ভস্তভিকা পন্ডিতের সঙ্গে তাঁর আলাপ হয় নাচের ক্লাসে। প্রথম দেখাতেই শাহিদ কাপুরকে মন দিয়ে বসেন স্টারকিড। তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় শাহিদের অস্বস্তি। শাহিদ কাপুরকে মুগ্ধ করার জন্য যা যা করতেন তিনি, তাতেই বেজায় সমস্যার মুখে পড়তে হত শাহিদ কাপুরকে।
শুটিং সেটে গিয়ে বিরক্ত করা, কাজে সমস্যা সৃষ্টি করা, গাড়ির বনেটে বসে থাকা চলতে থাকে দীর্ঘ দিন ধরে। একসময় তিনি শাহিদ কাপুরকে পেতে শাহিদের ঠিক পাশের বাড়িতে থাকতেও শুরু করেন । সকলকে জানিয়ে দেন যে তিনি শাহিদ কাপুরের স্ত্রী। নিজেকে সামলে রাখতে না পেরে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ে করেন শাহিদ কাপুর।