Bollywood Movies: জল্পনার ইতি, শাহরুখের 'ডানকি'র সঙ্গেই মুক্তি প্রভাসের 'সালার'-এর

Bollywood Movies: জল্পনার ইতি, শাহরুখের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি প্রভাসের ‘সালার’-এর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 29, 2023 | 10:04 PM

অবশেষে জল্পনাই সত্যি! একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'ডানকি' ও প্রভাস অভিনীত ছবি 'সালার'। শুক্রবার টিম সালারের তরফে একটি টুইটে জানানো হয়েছে আগামী ২২ ডিসেম্বেরেই মুক্তি পাচ্ছে প্রভাসের ছবিটি। হাই বাজেট অ্যাকশন ছবির পরিচালক প্রশান্ত নীল।

1. শাহরুখের সঙ্গে পাঙ্গা প্রভাসের
অবশেষে জল্পনাই সত্যি! একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ ও প্রভাস অভিনীত ছবি ‘সালার’। শুক্রবার টিম সালারের তরফে একটি টুইটে জানানো হয়েছে আগামী ২২ ডিসেম্বেরেই মুক্তি পাচ্ছে প্রভাসের ছবিটি। হাই বাজেট অ্যাকশন ছবির পরিচালক প্রশান্ত নীল। যিনি ‘কেজিএফ’ ছবিরও পরিচালক ছিলেন। শেষ হাসি হাসবেন কে? প্রভাস নাকি শাহরুখ—এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে।

2. জন্মদিনে কাছাকাছি
অনস্ক্রিন তাঁরা দেওর-বৌদি। বাস্তবজীবনে তাঁরা স্বামী-স্ত্রী। তাঁরা অর্থাৎ, ইপ্সিতা অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার অর্ণবের জন্মদিন। অর্ণবের বিশেষ দিনে তাই আদরমাখা পোস্ট ইপ্সিতার। দিলেন সারপ্রাইজও। বাহারি আলো ও রকমারি কেকের সাহায্যে মধ্যরাতেই অর্ণবের সঙ্গে ছবি শেয়ার করে ইপ্সিতা লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অর্ণব।”

3. এ কী করছেন শুভশ্রী!
মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আট মাসের গর্ভবতী তিনি। আর এক মাস পরেই ইউভান দাদা হতে চলেছে। এরই মধ্যে শুভশ্রী ছুটলেন জিমে। সেখানে গিয়েই ওয়েট লিফটিং থেকে শুরু করে নানা ধরনের কসরৎ করতে দেখা গেল তাঁকে। তা দেখেই রীতিমতো আঁতকে উঠে ভক্তদের প্রশ্ন, ‘করছেনটা কী’? যদিও শুভশ্রী আগেই জানিয়েছেন, তিনি রোগী নন। যা করছেন, চিকিৎসকের পরামর্শ মেনেই করছেন।

4. রবীনার অস্বস্তি
দু-দু’টো জাতীয় পুরস্কার, পদ্মশ্রী পেয়েছেন তিনি। এত বছরের কেরিয়ারে তাঁর ছবির সংখ্যাও নেহাত কম নয়। অথচ এই এত বছর ধরে একটা জিনিস বজায় রেখেছেন রবীনা ট্যান্ডন। তা হল, ‘নো কিসিং পলিসি’। অর্থাৎ যাই-ই হয়ে যাক না কেন, অনস্ক্রিন কাউকেই তিনি চুমু খাবেন না। অথচ একবার বেকায়দায় এক পুরুষ অভিনেতার ঠোঁট ছুঁয়েছিল তাঁর ঠোঁট। রবীনা জানিয়েছেন, এর পরেই বমি পেয়ে যায় তাঁর। ভীষণ অস্বস্তি হয়। পরে যদিও ওই অভিনেতা ক্ষমাও চান বলে জানান রবীনা।

5. হনিমুনে সুদীপ্তা
১ মে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং সৌম্য বক্সী। বিয়ের পরপরই নায়িকা জানিয়েছিলেন, কিছু দিন পরে মধুচন্দ্রিমায় যাবেন তাঁরা। বিয়ের পর কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস। অবশেষে কাজ সামলে মধুচন্দ্রিমায় গেলেন সুদীপ্তা। কোথায় গিয়েছেন তিনি জানেন? প্যারিসে ঘুরতে গিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়িক স্মিতা বক্সীর পুত্রবধূ।

6. চেহারা যখন এক
সাম্প্রতিকতম বাংলা সিরিয়ালের দুনিয়ায় অল্পদিনের ব্যবধানেই এক অভিনেত্রী পেয়ে গেলেন তাঁর হমশকলকে। ‘ওগো নিরুপমা’খ্যাত অভিনেত্রী অর্কজা আচার্য্যর মতো দেখতে ‘লাভ বিয়ে আজকাল’-এর নায়িকা মৌমিতা সরকারকে। এ ব্যাপারে TV9 বাংলাকে অর্কজা জানিয়েছেন, অনেকে তাঁকে ফোন করেছেন। তিনি বিরক্ত বোধ করেন এখন। চেহারায় মিল থাকার কারণে সমস্যা হবে না, কারণ অভিনয়টা তাঁদের এক।

7. বলিউডে ফিরছেন ফাওয়াদ খান?
বাণিজ্যনগরী মুম্বইয়ে ২৬/১১-এর জঙ্গিহানার পর পাকিস্তানি অভিনেতা এবং ক্রিকেটারদের প্রবেশ নিষেধ ছিল। তবে আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। সাত বছর পর ভারতের মাটিতে পা রাখল টিম। ক্রিকেট দুনিয়ায় যদি এই বদল ঘটে, তা হলে সিনেমার দুনিয়ায় কেন নয়? প্রশ্ন তুলেছেন ‘রঈস’ ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়া। তাতে ফাওয়াদ খানের বলিউডে কাজ করার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।

8. অর্কজাকে নিয়ে কী বললেন মৌমিতা?
অর্কজার সঙ্গে তাঁর চেহারার এত্ত মিল। তা নিয়ে বিড়ম্বনাতে মৌমিতাও। TV9 বাংলাকে তিনি জানিয়েছেন, অর্কজার সঙ্গে তাঁর সামনাসামনি কোনওদিন দেখা হয়নি। তিনি এবং অর্কজা দু’জন আলাদা মানুষ। তাঁরা তাঁদের মতো কাজ করবেন। ফলে চেহারায় মিল থাকার কারণে তাঁদের কাজ পেতেও সমস্যা হবে।

9. এবার গোয়েন্দা নাকি রুদ্রনীল
পরিচালক সায়ন্তন মুখোপাধ্য়ায়ের ওয়েব সিরিজ়ে গোয়েন্দার চরিত্রে নাকি দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। সাহিত্যের পাতা থেকে উঠে আসেনি সেই গোয়েন্দা। শোনা যাচ্ছে, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজ়। ১৯৫৪ সালে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা থেকে উঠে এসেছে ওয়েব সিরিজ়ের রসদ।