Share Market Crisis: স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটি টাকার!
Indian Share Market: বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী গত ১৪ মাসে এই প্রথম ভারতের শেয়ার বাজারের মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন নেমে গেল ৩৪৬ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বা ৪ ট্রিলিয়ন ডলারের নীচে।
ফেব্রুয়ারির প্রায় প্রথম থেকেই পড়তে শুরু করেছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। ২৭ সেপ্টেম্বর থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে নিফটি ফিফটি পড়েছে প্রায় ১৩ শতাংশ। আর এক বেঞ্চমার্ক সূচক এই একই সময়ে পড়েছে প্রায় ১২.২৬ শতাংশ। বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী গত ১৪ মাসে এই প্রথম ভারতের শেয়ার বাজারের মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন নেমে গেল ৩৪৬ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বা ৪ ট্রিলিয়ন ডলারের নীচে।
আগামীতে বাজার আরও পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরাই। আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নরেন স্মল ও মিডক্যাপ ফান্ডে এসআইপি বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, “আমাদের মনে হয় স্মল ও মিডক্যাপ সেগমেন্টের বিনিয়োগ থেকে সমস্তকিছু বের করে নেওয়ার এটাই সেরা সময়”।
কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।