Kotak Mahindra Bank Share Price: আজ ফের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক!
Kotak Mahindra Bank: ক্রমাগত বাজার যখন পড়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার তখন উপরের দিকেই উঠেছে। আজ ফের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এই ব্যাঙ্কের শেয়ার।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সময় বেশ ভাল যাচ্ছে। ক্রমাগত বাজার যখন পড়েছে এই ব্যাঙ্কের শেয়ার তখন উপরের দিকেই উঠেছে। আজ ফের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার। এর পাশাপাশি আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে শ্রী সিমেন্টসও।
বেশ কয়েকটা সূচক আজ বেশ ভাল পারফর্ম করেছে। এর মধ্যে রয়েছে নিফটি ব্যাঙ্ক ও S&P বিএসই স্মল ক্যাপ সূচক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। আর ১,০৭১ পয়েন্ট বেড়েছে বিএসই স্মল ক্যাপ সূচক।
এর মধ্যেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরও ছুঁয়ে ফেলেছে কয়েকটি সংস্থা। এর মধ্যে কির্লোস্কার ওয়েল ইঞ্জিনস, পিভিআর আইনক্স, স্টার হেলথ, কাজারিয়া সেরামিকস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।