Narayana Health: ৩ মাসে ১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম, খারাপ সময়ে আলো ছড়াচ্ছেন নারায়ণা হেলথ!
Narayana Hrudayalaya: আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে নারায়ণা হৃদয়ালয়। গত ৩ মাসে ১২.৭৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
অনেকদিন পর আজ কিছুটা হলেও উঠল ভারতের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। যদিও অন্য বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ আজও উত্থানের মুখ দেখেনি। তবে, এই বাজারে আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে নারায়ণা হৃদয়ালয়। গত ৩ মাসে ১২.৭৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
তবে আজও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়ে ফেলেছে বেশ কিছু সংস্থা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাপোলো টায়ার্স, টাটা মোটরস, টাটা কমিউনিকেশন, টাটা এলেক্সি, টাটা কেমিক্যাল, মাহিন্দ্রা সিআইই অটোমোটিভ, সান ফার্মা, ডেলিভারি, ফিনোলেক্স, আইআরসিটিসি ও ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।