Market Crisis: মার্কেট যখন পড়ছে, তখনই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
Investments: যদিও বাজারের এই পতনের মধ্যেও মিউচুয়াল ফান্ডগুলোয় ৪১ হাজার ১৫৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। যা নভেম্বরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি। আর এই ৪১ হাজার ১৫৫ কোটির মধ্যে ২৬ হাজার ৪৫৯ কোটি টাকা গিয়েছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP) তে।
শেয়ার বাজার ও ইক্যুইটি মিউচুয়াল ফান্ড একে অপরের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ, শেয়ার বাজারের সমস্ত টালমাটালের ধাক্কা গিয়ে লাগে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে। বর্তমানে শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়ছে। আর সেই সঙ্গে কমছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের রিটার্নও।
এই অবস্থায় প্রশ্ন আসতেই পারে, তবে কি এখনই ইক্যুইটি মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগ তুলে নেওয়া উচিৎ? বাজার বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এক কথায় এর উত্তর হওয়া উচিৎ ‘না’। অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন, মিউচুয়াল ফান্ডগুলো সূচকের তুলনায় স্থিতিশীলতা দেখিয়েছে। যদিও বাজারের এই পতনের মধ্যেও মিউচুয়াল ফান্ডগুলোয় ৪১ হাজার ১৫৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। যা নভেম্বরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি। আর এই ৪১ হাজার ১৫৫ কোটির মধ্যে ২৬ হাজার ৪৫৯ কোটি টাকা গিয়েছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP) তে। আর এই বিনিয়োগের পরিমাণ ইঙ্গিত করছে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বাজারের এই টালমাটাল অবস্থাকে ঝুঁকির সময় না ভেবে সুযোগ হিসাবে সদব্যবহার করছেন।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
জেলেও জীবনকৃষ্ণের এত প্রতিপত্তি? শুভেন্দুর কথায় অবাক হয়ে যাবেন...
কল্যাণকে আর রেয়াত নয়! চরম নির্দেশ দিলেন রাজ্যপাল
পুরো মশাগ্রাম স্টেশন কালো ধোঁয়ায় ঢাকা, দাউদাউ করে জ্বলছে আগুন!
SIR শুরু হতেই পিলপিল করে বেরচ্ছে বাংলাদেশি! কোথায় ছিল এতদিন?

