Shuvendu Adhikari: শাহজাহান বাড়ি ফিরলে কোনও নারী সুরক্ষিত নয়: শুভেন্দু
সন্দেশখালির ন্যাজাটে ২০১৯ সালের ৩ হিন্দুর পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের শাজাহান শেখের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে কাল্টুরা আনতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় একযোগে হওয়ার আহ্বান জানান তিনি । শুভেন্দু বলেন, “নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে।… কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু […]
সন্দেশখালির ন্যাজাটে ২০১৯ সালের ৩ হিন্দুর পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের শাজাহান শেখের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে কাল্টুরা আনতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় একযোগে হওয়ার আহ্বান জানান তিনি ।
শুভেন্দু বলেন, “নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে।… কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা।… তিন বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, খাইয়েছি।”
তিনি সতর্ক করে দেন, “কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেকে বার করে আইনের সাজা দেব।” এর পাশাপাশি তিনি দাবি করেন, “তৃণমূলকে ক্ষমতায় রাখলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে”—এবার সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজ্য থেকে দলকে উৎখাত করতে হবে। আর কী বললেন শুভেন্দু অধিকারী? দেখুন ভিডিয়ো।