BJP vs TMC: মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?
Sashi on Suvendu: সুর চড়িয়েছেন শশী পাঁজা। পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিজেপি ওই আক্রমণেই রয়ে গেল। কখনও ব্যক্তিগত, কখনও রাজনৈতিক আক্রমণের চেষ্টা। ওই এক কথা বলে যাচ্ছে। কিন্তু একটাও উন্নয়নের কথা নেই। মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই।”
কলকাতা: বিধানসভা ভোটের আগে হাত আর মাত্র ক’টা মাস। এরই মধ্যে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপায়কে নন্দীগ্রামে দাঁড়ানোর খোলা চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফ কথা, আমি চাই এবার মমতা নন্দীগ্রাম থেকে দাঁড়ান। ২০ হাজার ভোটে হারাব। তবে পাল্টা চুপ নেই তৃণমূলও। সুর চড়িয়েছেন শশী পাঁজা। পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিজেপি ওই আক্রমণেই রয়ে গেল। কখনও ব্যক্তিগত, কখনও রাজনৈতিক আক্রমণের চেষ্টা। ওই এক কথা বলে যাচ্ছে। কিন্তু একটাও উন্নয়নের কথা নেই। মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই।”

