সিঙ্গুরের জমিতে আবার ফিরে আসবে TATA? বড় কথা বলে দিলেন সুকান্ত

|

Jan 14, 2026 | 6:57 PM

Sukanta Majumder: সুকান্ত মজুমদার বলেন, "সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চায়। তৃণমূল সরকার বিদায় নিলেই সিঙ্গুরের ওই জমিতে শিল্প হবে। শিল্পের মরুভূমিতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর শিল্প লক্ষ্মী হবে।"

প্রধানমন্ত্রীর সভায় কৃষকদের আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চায়। তৃণমূল সরকার বিদায় নিলেই সিঙ্গুরের ওই জমিতে শিল্প হবে। শিল্পের মরুভূমিতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর শিল্প লক্ষ্মী হবে। সিঙ্গুরকে দেখে গোটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে। সোনার বাংলা বানানোর জন্য যা করার দরকার, তাই করবেন প্রধানমন্ত্রী মোদী। সিঙ্গুরে টাটা ফিরে আসবে।”

Published on: Jan 14, 2026 06:57 PM