SIR: ৮,৭৭,৭৩৬টি ফর্মে যা পাওয়া গেল, শুনলেই চমকে যাবেন

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 15, 2025 | 1:35 PM

SIR in Bengal: এই তথ্য সামনে আসার পর বিজেপি কড়া সমালোচনা করেছে। তৃণমূল আমলে এভাবেই ভুয়ো ভোটারের রমরমা বলে দাবি করেছে বিজেপি। তবে তৃণমূল বলছে, এগুলো সময় নিয়ে ঠান্ডা মাথায় করা উচিৎ ছিল। আগের ভুলই থেকে গিয়েছে বলে মনে করছে শাসক দল।

৮,৭৭,৭৩৬টি এমন ফর্ম জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে বাবা-মায়ের বয়সের ফারাক ৫০ বছরের বেশি। এত মানুষ ৫০ বছরের পর সন্তানের জন্ম দিয়েছেন? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

বাংলায় এসআইআর-এর প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর এমনই অনেক তথ্য সামনে এসেছে, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। আবার এমন ফর্মও আছে, যেখানে দেখা যাচ্ছে ৪০ বছরের কম বয়সেই ভোটার ঠাকুরদা হয়ে গিয়েছেন। সেই সংখ্যাটাও তিন লক্ষের বেশি। নেহাত কম নয়! আপাতত খসড়া তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। তাতেই পরিষ্কার হয়ে যাবে সবটা।