AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: দেওয়া হল এডিট অপশন,  ভুল শুধরে নিতে পারবেন BLO-রাই

SIR: দেওয়া হল এডিট অপশন, ভুল শুধরে নিতে পারবেন BLO-রাই

শর্মিষ্ঠা চক্রবর্তী

|

Updated on: Nov 19, 2025 | 5:30 PM

Share

SIR In WB: CEO-র কাছে অভিযোগ জানান বিএলও-রা। অনেক ক্ষেত্রেই চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলও-রাই। এবার গোটা বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনেন। তারপর বিএলও-দের দাবি, তাঁদের বক্তব্য শোনার পরই কমিশন এডিট অপশন দেয়।

কলকাতা: SIR এর ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন BLO-রা। এবার তাঁদের দাবি মেনেই অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন। এমনটাই দাবি BLO-দের। অভিযোগ উঠছিল, শাসকদলের বিএলএ-দের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিএলও-রা। CEO-র কাছে অভিযোগ জানান বিএলও-রা। অনেক ক্ষেত্রেই চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলও-রাই। এবার গোটা বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনেন। তারপর বিএলও-দের দাবি, তাঁদের বক্তব্য শোনার পরই কমিশন এডিট অপশন দেয়। তাতে তথ্য ঠিক করতে পারবেন বিএলও-রা। অর্থাৎ বাড়িতে বসেই তাঁরা সঠিক তথ্য আপলোড করতে পারবেন।

Published on: Nov 19, 2025 05:15 PM