SIR: দেওয়া হল এডিট অপশন, ভুল শুধরে নিতে পারবেন BLO-রাই
SIR In WB: CEO-র কাছে অভিযোগ জানান বিএলও-রা। অনেক ক্ষেত্রেই চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলও-রাই। এবার গোটা বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনেন। তারপর বিএলও-দের দাবি, তাঁদের বক্তব্য শোনার পরই কমিশন এডিট অপশন দেয়।
কলকাতা: SIR এর ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন BLO-রা। এবার তাঁদের দাবি মেনেই অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন। এমনটাই দাবি BLO-দের। অভিযোগ উঠছিল, শাসকদলের বিএলএ-দের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিএলও-রা। CEO-র কাছে অভিযোগ জানান বিএলও-রা। অনেক ক্ষেত্রেই চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলও-রাই। এবার গোটা বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনেন। তারপর বিএলও-দের দাবি, তাঁদের বক্তব্য শোনার পরই কমিশন এডিট অপশন দেয়। তাতে তথ্য ঠিক করতে পারবেন বিএলও-রা। অর্থাৎ বাড়িতে বসেই তাঁরা সঠিক তথ্য আপলোড করতে পারবেন।
Published on: Nov 19, 2025 05:15 PM
Latest Videos
দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? সুপ্রিম কোর্টে কী জানাল কমিশন
দেখুন কীভাবে এক্সপ্রেস ট্রেন গিয়ে ধাক্কা মারল, ঘুরে গেল ট্রাক
'আমাদের তো কাজই করতে হচ্ছে না', ভোটের মুখে ঠিক কী বললেন মদন মিত্র
নির্মীয়মান বহুতলের অরক্ষিত লিফটের গর্ত থেকে উদ্ধার শিশুর দেহ

