SIR in Bengal: ৪৩,০০,০০০ ভোটার উধাও!
SIR in Bengal: মোট চারটি ক্ষেত্রে ভাগ করে এই প্রাথমিক পরিসংখ্য়ান জানিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের মাধ্যমেই তৈরি হয়েছে এই ‘বাদের তালিকা’। যাতে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটার। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে।
নিখোঁজ ভোটারের ক্ষেত্রেই বাড়া-কমার নজির রয়েছে। নিখোঁজ হিসাবে তাঁদের আপাতত চিহ্নিত করা হলেও, পরবর্তীতে যদি খোঁজ মেলে, তখন যুক্ত করে দেওয়া হবে খসড়া তালিকায়। অবশ্য, সোমবার ‘বাদ পড়ার ভোটারের’ পরিসংখ্যানের পাশাপাশি আরও একটি তথ্য তুলে ধরেছে কমিশন।
তারা জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট ‘আনকালেক্টেড ফর্ম’ অর্থাৎ বিএলও-র কাছে ভোটারের তরফ থেকে জমা না পড়া এনুমারেশন ফর্মের পরিসংখ্যান ৭ শতাংশ।
একাধিক বিধানসভা কেন্দ্রে প্রায় শেষ হয়ে গিয়েছে ফর্ম ডিজিটাইজডের কাজ।এখনও পর্যন্ত এই ডিজিটাইজডের নিরিখে এগিয়ে রয়েছে বসিরহাট উত্তর।