ফর্ম-৭ নিয়ে রাজনীতি তুঙ্গে, ক্ষোভ-বিক্ষোভ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2026 | 6:09 PM

পুলিশ ওই গাড়ি বাজেয়াপ্ত করেছে। পরে থাকা হাজার হাজার ফাইল সাধারণ মানুষ পুড়িয়ে দিয়েছে। তবে তৃণমূল ক্যামেরার সামনে ফর্ম ছিনতাই ও পুড়িয়ে ফেলার দায় এড়ালেও ছবিতে দেখা যায় আসানসোল উত্তর ও দক্ষিনের বড় তৃণমূল নেতারা এই ঘটনায় যুক্ত।

ফর্ম ৭ নিয়ে দিন ভর তৃণমূল বিজেপি ধস্তাধস্তি। তৃণমূলের দাবি,  বৈধ ভোটারদের নাম অবৈধ ভাবে বাদ দেওয়ার চেষ্টা। বিজেপি কর্মীরা হাজার হাজার ফর্ম এনেছিলেন।  তাতে প্রতিরোধ গড়ে ওঠে। বিজেপি কর্মীরা গাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ ওই গাড়ি বাজেয়াপ্ত করেছে। পরে থাকা হাজার হাজার ফাইল সাধারণ মানুষ পুড়িয়ে দিয়েছে।
তবে তৃণমূল ক্যামেরার সামনে ফর্ম ছিনতাই ও পুড়িয়ে ফেলার দায় এড়ালেও ছবিতে দেখা যায় আসানসোল উত্তর ও দক্ষিনের বড় তৃণমূল নেতারা এই ঘটনায় যুক্ত।