Mohammed Salim: মহম্মদ সেলিমের ছেলে ব্রাহ্মণ? কীভাবে সম্ভব!

|

Dec 17, 2025 | 7:36 PM

SIR in West Bengal: এ কী কাণ্ড! মহম্মদ সেলিমের ছেলে নাকি ব্রাহ্মণ! ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়াল। খসড়া ভোটার তালিকায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজের পদবি বদলে গেল।

এ কী কাণ্ড! মহম্মদ সেলিমের ছেলে নাকি ব্রাহ্মণ! ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়াল। খসড়া ভোটার তালিকায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজের পদবি বদলে গেল। অতীশ আজিজের বাবার নামের ক্ষেত্রে মহম্মদ সেলিমেরও পদবি বদলে গিয়েছে খসড়া ভোটার তালিকায়। তাঁদের পদবি অবস্থি লেখা হয়েছে খসড়া ভোটার তালিকায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে কটাক্ষ করেছেন সেলিমপুত্র অতীশ আজিজ। তবে সেই অভিযোগ খারিজ করে দিল কমিশন।

Published on: Dec 17, 2025 07:32 PM