আজই শেষ দিন! SIR-র এই কাজ আপনি করেছেন তো?

|

Jan 19, 2026 | 2:04 PM

SIR in West Bengal: আজ ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজনের শেষ দিন। যাদের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, নতুন করে নাম তুলতে চান কিংবা কেউ ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান, তাহলে আজকের মধ্যেই আবেদন করতে হবে।

আজ ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজনের শেষ দিন। যাদের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, নতুন করে নাম তুলতে চান কিংবা কেউ ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান, তাহলে আজকের মধ্যেই আবেদন করতে হবে। ইতিমধ্যেই এসআইআরের হিয়ারিং চলছে রাজ্য জুড়ে। খসড়া তালিকায় নাম থাকলেও, যাদের জমা দেওয়া তথ্যে কোনও অসঙ্গতি রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি মূল ভোটার তালিকা প্রকাশ হবে।