এনুমারেশন ফর্মে দাদা-কাকার নাম লিখেছেন? কী হবে জানেন?
SIR Hearing: যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা বাবা-মা কিংবা দিদা-দাদু, ঠাকুমা-ঠাকুর্দার নাম নেই, তাদের যেমন হিয়ারিংয়ে ডাক পড়বে, তেমনই যারা এনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে কাকা বা দাদার নাম লিখেছেন, তাদেরও হিয়ারিংয়ে ডাকা হবে।
এসআইআর প্রক্রিয়ায় এবার নজরে প্রোজেনি ম্যাপিং। এনুমারেশন ফর্ম জমা নেওয়া শেষ। আগামী মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা বাবা-মা কিংবা দিদা-দাদু, ঠাকুমা-ঠাকুর্দার নাম নেই, তাদের যেমন হিয়ারিংয়ে ডাক পড়বে, তেমনই যারা এনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে কাকা বা দাদার নাম লিখেছেন, তাদেরও হিয়ারিংয়ে ডাকা হবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই হিয়ারিং চলবে। তারপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।