SIR in Bengal: ৯৫-এর তালিকায় নাম রয়েছে, উধাও ২০০২-এ! SIR আতঙ্কে সিরাজরা
Hooghly News: ভুক্তভোগীদের নাম সরফরাজ উদ্দিন খান ও সিরাজ উদ্দিন খান। তাঁরা জানিয়েছেন, শেষ সংশোধিত তালিকায় তাঁদের গোটা পরিবারে নাম রয়েছে। এদিকে নাম নেই তাঁদের দুই ভাইয়ের। অবশ্য আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের দাবি, তাঁদের বাবার নাম রয়েছে। তাই চিন্তার কিছু নেই।
হুগলি: ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম নেই দুই ভাইয়ের। রাজ্যে এসআইআর ঘোষণা হতেই মাথার উপর চিন্তার মেঘ জমেছে আরামবাগের দুই ভাইয়ের। এদিকে ১৯৯৫ সালে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে কিন্তু জ্বলজ্বল করছে তাঁদের নাম। যত সমস্যা শেষ সংশোধিত তালিকা নিয়ে।
ভুক্তভোগীদের নাম সরফরাজ উদ্দিন খান ও সিরাজ উদ্দিন খান। তাঁরা জানিয়েছেন, শেষ সংশোধিত তালিকায় তাঁদের গোটা পরিবারে নাম রয়েছে। এদিকে নাম নেই তাঁদের দুই ভাইয়ের। অবশ্য আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের দাবি, তাঁদের বাবার নাম রয়েছে। তাই চিন্তার কিছু নেই। অন্য়দিকে ওই এলাকার বিজেপি বিধায়ক মধুসূদন দত্ত বলছেন, ‘ওঁদের কোনও ভয় নেই। অযথা যাঁরা আতঙ্ক ছড়ান, তাঁদের কারণেই এই অবস্থা।’
