SIR-এ নিয়মভঙ্গ! BLO-র সঙ্গে কী করছেন তৃণমূল নেতা?
TMC: আজ দুপুরে জগতব্ল্ল্ভ পুর বিধানসভা কেন্দ্রের ১৮৪ নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলির কাজ করেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলএ দুই মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এসআইআর শুরু হতেই নিয়মভঙ্গ! ডোমজুড়ের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও র সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট! রয়েছেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরাও। এই বিষয়টি সামনে আসতেই তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, ফর্ম বিলির সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলও-র সঙ্গে সরাসরি যেতে পারেন না। এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে।
এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। আজ দুপুরে জগতব্ল্ল্ভ পুর বিধানসভা কেন্দ্রের ১৮৪ নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলির কাজ করেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলএ দুই মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও বিরোধী দলের কোন বিএলএ-কে দেখা যায়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।