SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2026 | 5:21 PM

বর্তমানে বসু পরিবার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের তরফ থেকে জানান হয়েছে অসুস্থতার কারণে টুটু বসুর শুনানিতে গিয়ে হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই। তবে তার ছেলে বর্তমান মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও পরিবারের বাকি সদস্যরা শুনানিতে যাবেন।

১৯ জানুয়ারি বালিগঞ্জ গর্ভমেন্ট হাইস্কুলে শুনানিতে ডাকা হয়েছে টুটু বসুর গোটা পরিবারকে। ২০০২ সালে হাঙ্গার ফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই সময়ে ওই অঞ্চলে ভোটার লিস্টে টুটু বসু এবং সৃঞ্জয় বসুর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলওর পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল সব ঠিক আছে। ‌ কিন্তু গতকাল জানানো হয়েছে, শুনানিতে যেতে হবে। বর্তমানে বসু পরিবার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের তরফ থেকে জানান হয়েছে অসুস্থতার কারণে টুটু বসুর শুনানিতে গিয়ে হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই। তবে তার ছেলে বর্তমান মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও পরিবারের বাকি সদস্যরা শুনানিতে যাবেন।