Situation Of Sikkim: বিপর্যয়ের পর কেমন অবস্থা সিকিমের?

Situation Of Sikkim: বিপর্যয়ের পর কেমন অবস্থা সিকিমের?

Nandan Paul

|

Updated on: Dec 07, 2023 | 7:50 PM

Sikkim Now:পূর্বাভাস বলছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই সিকিমে তুষারপাতের সম্ভাবনা। বিপর্যয়ের পরে একেবারে যে স্বাভাবিক হয়েছে তা নয়। পর্যটকদের জন্য এখনই খুলছে না লাচেন এবং গুরুদংমার। তাই এই দুটো জায়গা আপনার ট্যুর লিস্ট থেকে বাদ দিন এখনই।কিন্তু ঘুরে আসতে পারেন লাচুং, ইয়ামথাং, নাথুলা ও ছাঙ্গু। এই জায়গার দরজা আপনার জন্য খোলা। সিকিমে নয়া নিয়ম হয়েছে।উত্তর সিকিম যেতে গেলে সংকলন–টং–চুংথাং রাস্তা দিয়ে পৌঁছতে হবে।

রাহুল সাধুখাঁঃ একটা দুর্যোগ। সবকিছু যেন লণ্ডভণ্ড করে দিয়েছিল। মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমের বেশ কিছু রাস্তায় ধস নামে। বন্ধ হয়ে যায় উত্তর সিকিমের অনেক রাস্তা। ব্যাপক ক্ষতি হয় পর্যটন শিল্পের। সামনেই শীতের ছুটি। বাঙালি যে ডেস্টিনেশনগুলো মূলত পছন্দের। তেমনই একটা সিকিম। সেই সিকিমে পৌঁছে গেল টিভি নাইন বাংলা ডিজিটাল টিম। খুঁজতে , শীতের ছুটিতে আপনাদের জন্য আদৌ কতটা তৈরি সিকিম। এখন কেমন আছে সিকিম? পথ সুগম হওয়াটা প্রাথমিক। সিকিম এখন মন দিয়েছে সেই দিকে। পর্যটক টানতে রাস্তা তৈরি করাই এখন মূল লক্ষ্য সিকিম সরকারের। জোর কদমে রাস্তা সারাই আর মেরামতির কাজ চলছে।

বিপর্যয়ের পরে একেবারে যে স্বাভাবিক হয়েছে তা নয়। পর্যটকদের জন্য এখনই খুলছে না লাচেন এবং গুরুদংমার। তাই এই দুটো জায়গা আপনার ট্যুর লিস্ট থেকে বাদ দিন এখনই।কিন্তু ঘুরে আসতে পারেন লাচুং, ইয়ামথাং, নাথুলা ও ছাঙ্গু। এই জায়গার দরজা আপনার জন্য খোলা। সিকিমে নয়া নিয়ম হয়েছে।উত্তর সিকিম যেতে গেলে সংকলন–টং–চুংথাং রাস্তা দিয়ে পৌঁছতে হবে।

ও হ্যাঁ, শেষবাজারে একটা সুখবর দিই। পূর্বাভাস বলছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই তুষারপাতের সম্ভাবণা রয়েছে। এরপরেও মিস করবেন?