gulshan colony: গুলশান কলোনিতে এত-এত মানুষ, ভোটার এই কয়েকজন?
Kolkata: তার মধ্যে ৩০৪ পার্টে আছে M,N,L এবং P এই চারটি পাড়া। এই বুথে মোট বাড়ি কম বেশি প্রায় দু’হাজার হাজার। প্রায় প্রতিটি বাড়ি ৫ থেকে ৬ তলা। প্রতি ফ্লোরে কমপক্ষে ৫ থেকে ৬ টি করে ফ্ল্যাট। অথচ সম্মিলিত ভাবে বুথের ভোটার সংখ্যা মাত্র ১৬০০ কিছু বেশি। একেকটি বহুতলে BLO ঢুকছেন।
গুলশান কলোনিতে বহিরাগতের ভিড়? এই প্রশ্নের মধ্যেই দেখা গেল,কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনির যেখানে জনসংখ্যা ২ লক্ষ। সেখানের ভোটার মেরেকেটে ২০ হাজার। অর্থাৎ কলোনির ৯০ শতাংশ মানুষ এই এলাকার ভোটার নন। আর এই ভোটার খুঁজতেই বিএলও ওয়াসিম আক্রমের ঘুচল কালঘাম। কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম? কোথায় ভোটার? এখানে একেকটি পাড়া চিহ্নিত ইংরেজি অ্যালফাবেট দিয়ে। তার মধ্যে ৩০৪ পার্টে আছে M,N,L এবং P এই চারটি পাড়া। এই বুথে মোট বাড়ি কম বেশি প্রায় দু’হাজার হাজার। প্রায় প্রতিটি বাড়ি ৫ থেকে ৬ তলা। প্রতি ফ্লোরে কমপক্ষে ৫ থেকে ৬ টি করে ফ্ল্যাট। অথচ সম্মিলিত ভাবে বুথের ভোটার সংখ্যা মাত্র ১৬০০ কিছু বেশি। একেকটি বহুতলে BLO ঢুকছেন। অতি কষ্টে কোনও একটি ফ্লোরে,কোনও একটি ফ্ল্যাটে একজন করে ভোটারের নাম পাচ্ছেন নিজের তালিকায়। সেখানে ফর্ম হস্তান্তর করে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন পাশের বহুতলে।