Dating Card: সঙ্গী খোঁজার অভিনব উপায়
ডেটিং অ্যাপে অনেকেই হন্যে হয়ে খোঁজেন মনের মানুষ। অনেকই প্রতারিত হন ডেটিং অ্যাপে। কেউ কেউ অনেক চেষ্টা করেও খুঁজে পান না মনের মানুষ। তবে ৩০ বছরের সোফি মনের মানুষ খুঁজতে এক অভিনব পদ্ধতি নেন। তাঁর ৭ বছরের সুদীর্ঘ সম্পর্ক ভেঙে যায়। নিজের নাম, মেইল আইডি ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে সোফি তৈরি করেন একটি কার্ড।
ডেটিং অ্যাপে অনেকেই হন্যে হয়ে খোঁজেন মনের মানুষ। অনেকই প্রতারিত হন ডেটিং অ্যাপে। কেউ কেউ অনেক চেষ্টা করেও খুঁজে পান না মনের মানুষ। তবে ৩০ বছরের সোফি মনের মানুষ খুঁজতে এক অভিনব পদ্ধতি নেন। তাঁর ৭ বছরের সুদীর্ঘ সম্পর্ক ভেঙে যায়। নিজের নাম, মেইল আইডি ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে সোফি তৈরি করেন একটি কার্ড।
কার্ডে লেখা ‘আমি সোফি আমি ডেটিং অ্যাপে বিরক্ত’। ‘আমার মতে আপনি কিউট’। আপনি যদি ভাবেন আমি সুন্দর তাহলে কথা বলতে পারি’ । প্রাথমিকভাবে ৫০টি কার্ড তৈরি করেন সোফি। এই ডেটিং কার্ড তিনি পছন্দসই পুরুষের হাতে দেন। ট্র্যাভিস নামক একজনের এই কার্ড দেখে সোফির পথ চলা ভাল লাগে। তিনি সোফির ডেটিং কার্ডের প্রশংসা করেন। ট্র্যাভিস বিবাহিত হওয়ায় সোফির সঙ্গে তাঁর সম্পর্ক হয় না। তবে ট্র্যাভিসের বার্তা সোফিকে অনুপ্রাণিত করে।