Bolpur News: কেষ্টর বীরভূমে তোলাবাজির শিকার জওয়ানও!, দেখুন

| Edited By: সোমনাথ মিত্র

Jun 05, 2025 | 6:15 PM

বোলপুর শহরে বেআইনি পার্কিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগ। জানা গিয়েছে, গাড়ি ঠিক মতো দাঁড় করাতে না করাতেই এক জওয়ানের কাছ থেকে ৫০ টাকা ‘চালান’ কেটে নিল এক যুবক। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উল্টে তাঁর সঙ্গেই দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। পার্কিং-এর কাগজ দেখতে চাইলে তা দেখাতেও অসমর্থ হয় তারা। কেবল একটি আধার কার্ড দেখায় উক্ত […]

বোলপুর শহরে বেআইনি পার্কিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগ। জানা গিয়েছে, গাড়ি ঠিক মতো দাঁড় করাতে না করাতেই এক জওয়ানের কাছ থেকে ৫০ টাকা ‘চালান’ কেটে নিল এক যুবক। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উল্টে তাঁর সঙ্গেই দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। পার্কিং-এর কাগজ দেখতে চাইলে তা দেখাতেও অসমর্থ হয় তারা। কেবল একটি আধার কার্ড দেখায় উক্ত পার্কিংলটের কর্মী।

ঘটনাটি ঘটে শান্তিনিকেতনে। জওয়ান নিজের পরিচয় জানায়, তারপরও তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়। জওয়ানের পরিবার জানাচ্ছে, সঙ্গে বাচ্চা রয়েছে বলে ভীত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা। ঠিক কী হয়েছিল? বিস্তারিত শুনুন জওয়ানের মুখে