Swarupnagar News: আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2025 | 1:50 PM

তাঁদের অপেক্ষা আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য, এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করতেন বলে অভিযোগ। বিগত কয়েকদিনের পর আজও  স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছেন। সেই সংখ্যাটা ১০০-র আশেপাশে। সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় তাঁরা।

আজও ফের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশীদের ভিড়। আবারো সীমান্ত পার হয়ে দেশে ফেরার হিড়িক। সীমান্তে উপস্থিত শতাধিক বাংলাদেশি। তাঁদের অপেক্ষা আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য, এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করতেন বলে অভিযোগ। বিগত কয়েকদিনের পর আজও  স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছেন। সেই সংখ্যাটা ১০০-র আশেপাশে। সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় তাঁরা।