AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO: CEO দফতরের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের

BLO: CEO দফতরের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের

Deeksha Bhuiyan

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 01, 2025 | 6:02 PM

Share

প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ-স্মারকলিপি পেশের পর দ্বিতীয় ফেজে আরও তপ্ত হয়ে পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিএলও-রা। পাল্টা বিএলও-দের উদ্দেশে হাত উঁচিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন। এক বেনজির দৃশ্য ধরা পড়ে CEO দফতরের সামনে।

সকাল থেকেই CEO দফতরের সামনে তুমুল উত্তেজনা। সোমবার ‘তৃণমূলপন্থী’ বিএলও-দের একাংশ স্মারকলিপি জমা দিতে যান CEO দফতরে। আর তখনই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী CEO দফতরে যান বিজেপি বিধায়করা। চলতে থাকে স্লোগান। পাল্টা স্লোগান। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ-স্মারকলিপি পেশের পর দ্বিতীয় ফেজে আরও তপ্ত হয়ে পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিএলও-রা। পাল্টা বিএলও-দের উদ্দেশে হাত উঁচিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন। এক বেনজির দৃশ্য ধরা পড়ে CEO দফতরের সামনে।

Published on: Dec 01, 2025 04:52 PM