Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur Heavy Rain: কলকাতার কাছেই জলমগ্ন অবস্থা

Sonarpur Heavy Rain: কলকাতার কাছেই জলমগ্ন অবস্থা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 04, 2023 | 7:23 PM

একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি হওযায় গড়িয়া, সোনারপুর, মিশনপল্লী, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ও জলমগ্ন।

একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি হওযায় গড়িয়া, সোনারপুর, মিশনপল্লী, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ও জলমগ্ন। ফলে দুর্ভোগে পড়ছেন এলাকার বাসিন্দারা। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন বিভিন্ন জায়গায় জল জমলেও পুরসভার কর্মীরা কাজ করছেন। গড়িয়া, বোড়াল, মহামায়াতলা, সুভাসগ্রামে পাম্প বসানো হয়েছে।

এদিকে একটানা বৃষ্টির জেরে দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যাতায়াতের ক্ষেত্রে দ্বিগুন ভাড়া দিতে হচ্ছে। বিভিন্ন স্কুলের সামনেও জল। তারমধ্যেই ছাত্রছাত্রীরা আসছেন। বৃষ্টি হলেই এই জল জমার দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় পাম্প চালিয়েছেন। বেশী বৃষ্টি হলে কোনো এলাকা যদি জলে ডুবে যায় সেক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্কুলবাড়ি তৈরি রাখা হয়েছে বলে জানান তিনি।