Sonarpur Incident: নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, নাবালিকা ধর্ষণের মামলায় গ্রেফতার সরকারি অফিসার
Sonarpur POCSO Case: অভিযোগ রয়েছে, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলিং করারও। ঘটনার সোনারপুর এলাকার। সম্প্রতি সেখানে এক ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। অভিযোগপত্রে তিনি জানান, নাবালিকা থাকা অবস্থায় তাঁকে ধর্ষণ করেছিলেন ওই ব্যক্তি।
ধর্ষণের অভিযোগে সরকারি অফিসারকে গ্রেফতার করল সোনারপুর থানা। পকসো মামলায় দায়ের হয়েছে FIR। অভিযোগ রয়েছে, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলিং করারও। ঘটনার সোনারপুর এলাকার। সম্প্রতি সেখানে এক ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। অভিযোগপত্রে তিনি জানান, নাবালিকা থাকা অবস্থায় তাঁকে ধর্ষণ করেছিলেন ওই ব্যক্তি।
ঘটনার সূত্রপাত ২০১৯ সাল। অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কিছু কাজে গিয়েছিলেন তরুণী বাবা। সেই থেকে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা। অভিযুক্তকে কাকু বলে সম্বোধন করতে নির্যাতিতা। মাঝে মধ্যেই ঘুরতেও বেরিয়ে পড়তেন। অভিযোগ, এই সুযোগেই তাঁকে ধর্ষণ করেছে ওই সরকারি অফিসার।