AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বাংলাভাষীদের অত্যাচার নিয়ে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly: বাংলাভাষীদের অত্যাচার নিয়ে মুখ খুললেন সৌরভ

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jul 24, 2025 | 9:48 PM

Share

বহিরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর চড়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা, এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লি থেকে হরিয়ানা, অসম থেকে মহারাষ্ট্র, বহু জায়গায় বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। এমনকি দিল্লিতে শ্রমিকদের ঘরে বিদ্যুত সংযোগও কেটে দেওয়া হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বাংলায় বড় হয়েছি, কলকাতাতেই সব কিছু। […]

বহিরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর চড়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা, এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লি থেকে হরিয়ানা, অসম থেকে মহারাষ্ট্র, বহু জায়গায় বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। এমনকি দিল্লিতে শ্রমিকদের ঘরে বিদ্যুত সংযোগও কেটে দেওয়া হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বাংলায় বড় হয়েছি, কলকাতাতেই সব কিছু। আমি শুধু আমার অভিজ্ঞতা বলতে পারি। বাইরের রাজ্যে কী হচ্ছে, জানি না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে সরব। জানিয়েছেন, হরিয়ানার গুরুগ্রাম থেকে চিঠি এসেছে। রাজ্যের একাধিক জেলার মানুষকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে সমস্যায় ফেলার চেষ্টা চলছে। নাম উঠে এসেছে মালদহ, নদিয়া, কোচবিহার-সহ কয়েকটি জেলার। আর কী বললেন সৌরভ? দেখুন ভিডিয়ো

Published on: Jul 24, 2025 09:48 PM