Sovandeb Chattopadhyay: জ্ঞানেশ কুমারকে ব্যক্তি আক্রমণ শোভনদেবের!
Sovandeb Chattopadhyay: শোভনদেব বলেন, “নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশন্যাল বডি। স্বতন্ত্র। কিন্তু তার যিনি মাথায় বসে রয়েছেন, তিনি যেদিন জয়েন করেছিলেন, তাঁর নিটকতম দুই আত্মীয়কে সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি উৎকোচ নেন, তাঁর শিরদাঁড়াটা বিক্রি করে দেন, তাঁর কাছে দেওয়ার মতো আর কোনও যুক্তি থাকে না।”
কলকাতা: এসআইআর নিয়ে রাজনীতি অব্যাহত তৃণমূলে। নাম না করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, নিজের দুই আত্মীয়কে উচ্চপদে বসিয়েছিলেন CEC। কমিশনার শিরদাঁড়া বিক্রি করে দিলে কীভাবে হবে! নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তোপ কৃষিমন্ত্রীর। স্বাভাবিকভাবেই সরব বিজেপি। বিজেপি নেতা অর্জুন সিং-এর দাবি, সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ দেখাতে হবে। শোভনদেব বলেন, “নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশন্যাল বডি। স্বতন্ত্র। কিন্তু তার যিনি মাথায় বসে রয়েছেন, তিনি যেদিন জয়েন করেছিলেন, তাঁর নিটকতম দুই আত্মীয়কে সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি উৎকোচ নেন, তাঁর শিরদাঁড়াটা বিক্রি করে দেন, তাঁর কাছে দেওয়ার মতো আর কোনও যুক্তি থাকে না।”
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

