ZeekrX car: পোষ্যদের জন্য আসছে বিশেষ গাড়ি!
অনেকেই পোষ্য ভালবাসেন। পোষ্যকে নিয়ে গাড়িতে করে বেড়াতে যেতে ইচ্ছে করছে? পোষ্যের জন্য গাড়িতে আনা হয়েছে বিশেষ বৈশিষ্ট্য। একটি দারুণ ইলেকট্রিক গাড়ি বাজারে এসেছে।
অনেকেই পোষ্য ভালবাসেন। পোষ্যকে নিয়ে গাড়িতে করে বেড়াতে যেতে ইচ্ছে করছে? পোষ্যের জন্য গাড়িতে আনা হয়েছে বিশেষ বৈশিষ্ট্য। একটি দারুণ ইলেকট্রিক গাড়ি বাজারে এসেছে। চিনের একটি সংস্থা ZeekrX নামে গাড়িটি এনেছে। চিনে ইলেকট্রিক গাড়ির চাহিদা বিশাল। এই গাড়িটির কোম্পানির নাম Geely । এই গাড়িটির দাম প্রায় 21 লাখ টাকা। ZeekrX গাড়িতে ১৩টি স্পিকার আছে। এই স্পিকার গুলি ইয়ামাহার। এই গাড়িতে সামনের দরজা সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। এই গাড়িতে রয়েছে পোষ্যদের জন্য পেট মোড। গাড়িতেই পাবেন ফ্রিজ । এই রেফ্রিরাজেটর পরিবর্তন করতে পারবেন। এই পেট মোড পোষ্যদের জন্য খুবই আরামদায়ক। পোষ্যকে রেখে অনেক সময় গাড়ির চালক বাইরে যান। চালক বাইরে গেলে এই মোড চালু করতে হবে। এই পেট মোড চালু হলেই গাড়ির ভেতরের তাপমাত্রার পরিবর্তন হবে। এই তাপমাত্রা পোষ্যের জন্য় খুবই আরামদায়ক। ZeekrX গাড়িটি একবার ফুল চার্জ দিলে ৫৬০ কিলোমিটার যাবে। আগামী জুন মাসে এই গাড়িটি লঞ্চ করবে। গাড়িটি ৩.৭ সেকেন্ডে ৯৬ কিমি প্রতি ঘণ্টায় গতিতে যেতে পারে।