মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী
Arup Biswas: সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। চিঠির এই ছবি প্রথম শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও সেই চিঠিতে অরূপ বিশ্বাসের সাক্ষর দেখতে পাওয়া যাচ্ছে না। যুবভারতী-কাণ্ডের পরেই তদন্ত কমিটি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: তুমুল বিতর্ক। লাগাতার বিরোধীদের তোপের মুখে পড়েছেন। শেষ পর্যন্ত অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করলেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। চিঠিতে মমতাকে দিদি সম্মোধন করে তিনি লিখছেন, যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। চিঠির এই ছবি প্রথম শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও সেই চিঠিতে অরূপ বিশ্বাসের সাক্ষর দেখতে পাওয়া যাচ্ছে না। যুবভারতী-কাণ্ডের পরেই তদন্ত কমিটি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published on: Dec 16, 2025 05:06 PM