রাতে প্যানেল প্রকাশ, সকালেই আবার বদলে গেল SSC-র প্যানেল!
SSC Merit List: রাতারাতি বদলে গেল এসএসসির প্যানেল! একাদশ দ্বাদশের প্যানেলে বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার নম্বর যোগ হল রাতারাতি। গতকাল, ২১ জানুয়ারি সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশ পায় এসএসসির প্যানেল। তখন দেখা যায়, বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার প্রাপ্ত নম্বর শূন্য। আজ রাতারাতি সেখানেই বসল ৬ বা ১০ নম্বর।
রাতারাতি বদলে গেল এসএসসির প্যানেল! একাদশ দ্বাদশের প্যানেলে বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার নম্বর যোগ হল রাতারাতি। গতকাল, ২১ জানুয়ারি সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশ পায় এসএসসির প্যানেল। তখন দেখা যায়, বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার প্রাপ্ত নম্বর শূন্য। আজ রাতারাতি সেখানেই বসল ৬ বা ১০ নম্বর। কমিশনের যুক্তি, কয়েকজনের অভিজ্ঞতার নম্বর বসানো ছিল না, কিন্তু মোট প্রাপ্ত নম্বর ঠিক ছিল। সেটাই ঠিক করা হয়েছে। আইনজীবীদের প্রশ্ন, কেন প্রথমেই নির্ভুল প্যানেল প্রকাশ করা গেল না?