Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Share Market: বিনিয়োগকারীদের মাথায় হাত, বাজার থেকে কার্যত 'হাওয়া' লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা!

Indian Share Market: বিনিয়োগকারীদের মাথায় হাত, বাজার থেকে কার্যত ‘হাওয়া’ লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 21, 2025 | 12:04 AM

Small-Mid Cap Stocks: এই দুই সূচক পড়ায় ভারতের বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ১৭ লক্ষ কোটি টাকা। আর এর ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিতে রিটার্নের অঙ্কটা চলে গিয়েছে নেগেটিভে।

রেকর্ড হাই থেকে নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ১৮.৯ শতাংশ। অন্যদিকে, স্মল ক্যাপ সূচক পড়েছে ২২ শতাংশের বেশি। আর এই দুই সূচক পড়ায় ভারতের বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ১৭ লক্ষ কোটি টাকা। আর এর ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিতে রিটার্নের অঙ্কটা চলে গিয়েছে নেগেটিভে।

বাজারের সামগ্রিক যা চিত্র তাতে এখনও ভীত ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিওরিটিজের ভারতের রিসার্চ হেড অমিশ শাহ। তিনি বলছেন, বর্তমান কারেকশনের পরও মিড ক্যাপ ও স্মল ক্যাপ সংস্থারগুলোর শেয়ারের দাম এখনও ওভারভ্যালু হয়ে রয়েছে। তিনি মনে করছেন, আরও পড়বে এই দুই সূচক এবং লার্জ ক্যাপ শেয়ারগুলোর সঙ্গে রিটার্নের পার্থক্য ধীরে ধীরে বাড়তে থাকবে।