Share Market Fall: হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
Stock Market News: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের ডামাডোল কিছুই টলাতে পারেনি ভারতের শেয়ার বাজারকে। গত ৪ মাসে নিফটি ৫০ ও সেনসেক্স দুই সূচকই পড়েছে প্রায় ১২ শতাংশ। কিন্তু কেন এমন হচ্ছে? কবে আবার ট্র্যাকে ফিরবে ভারতের শেয়ার বাজার?
সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি একাধিক বিষয় টলাতে পারেনি ভারতের বাজারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় পৃথিবীর একাধিক দেশের বাজারে ধস নেমেছিল। উল্টে রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করে ফায়দা তোলে ভারত। একই ভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধও টলাতে পারেনি ভারতের অর্থনীতিকে।
কিন্তু মাত্র ৪ মাসের মধ্যেই উলটপুরাণ। দালাল স্ট্রিটে হাহাকার। যা আরও বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। গত ৪ মাসে নিফটি ৫০ ও সেনসেক্স দুই সূচকই পড়েছে প্রায় ১২ শতাংশ। কিন্তু কেন এমন হচ্ছে? কবে আবার ট্র্যাকে ফিরবে ভারতের শেয়ার বাজার?
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।