Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Price Correction: কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!

Stock Price Correction: কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 25, 2025 | 7:45 PM

P/E Ratio: যে সব সংস্থার পি/ই শূন্যের থেকে বেশি ও যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০০০ কোটি টাকার বেশি ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তাদের যদি কম পি/ই থেকে সাজানো যায় প্রথম ৫টি সংস্থা হয়, অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।

বাজারের এখন যা অবস্থা, অর্থাৎ যখন হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দাম, তখন যে সব শেয়ারের পি/ই রেসিও অনেক কমে গিয়েছে, সেদিকে নজর দেওয়া যেতেই পারে। তবে বিশেষজ্ঞরা এও সতর্ক করেন যে পি/ই কম হলেই যে সেই স্টক ভাল হবে এমনটাও নয়।

যে সব সংস্থার পি/ই শূন্যের থেকে বেশি ও যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০০০ কোটি টাকার বেশি ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তাদের যদি কম পি/ই থেকে সাজানো যায় প্রথম ৫টি সংস্থা হয়, অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।