Stock Price Correction: কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!
P/E Ratio: যে সব সংস্থার পি/ই শূন্যের থেকে বেশি ও যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০০০ কোটি টাকার বেশি ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তাদের যদি কম পি/ই থেকে সাজানো যায় প্রথম ৫টি সংস্থা হয়, অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।
বাজারের এখন যা অবস্থা, অর্থাৎ যখন হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দাম, তখন যে সব শেয়ারের পি/ই রেসিও অনেক কমে গিয়েছে, সেদিকে নজর দেওয়া যেতেই পারে। তবে বিশেষজ্ঞরা এও সতর্ক করেন যে পি/ই কম হলেই যে সেই স্টক ভাল হবে এমনটাও নয়।
যে সব সংস্থার পি/ই শূন্যের থেকে বেশি ও যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০০০ কোটি টাকার বেশি ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তাদের যদি কম পি/ই থেকে সাজানো যায় প্রথম ৫টি সংস্থা হয়, অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

