ছাড় পেলেন না বাসের যাত্রীরাও, কী চলছে মুর্শিদাবাদে?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 17, 2026 | 7:39 PM

শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। সেখানকার এক পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গতকাল উত্তপ্ত হয়ে উঠে এলাকা। শনিবার ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙায়। বিক্ষোভ, আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চালানো হয়। মালদহ থেকে নদিয়ার কৃষ্ণনগরগামী বাসে ভাঙচুর চালানো হয়। গাড়ির ভেতরে ছোড়া হয় বড় পাথর। ছোড়া হয় ইট। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, ইট, পাথরের আঘাতে জখম হয়েছেন ৫-৬ জন যাত্রী। পুলিশ কেন বিক্ষোভকারীদের হঠাতে কোনও ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশের অবশ্য বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ করা হয়েছে।

শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। সেখানকার এক পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গতকাল উত্তপ্ত হয়ে উঠে এলাকা। শনিবার ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙায়। বিক্ষোভ, আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চালানো হয়। মালদহ থেকে নদিয়ার কৃষ্ণনগরগামী বাসে ভাঙচুর চালানো হয়। গাড়ির ভেতরে ছোড়া হয় বড় পাথর। ছোড়া হয় ইট। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, ইট, পাথরের আঘাতে জখম হয়েছেন ৫-৬ জন যাত্রী। পুলিশ কেন বিক্ষোভকারীদের হঠাতে কোনও ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশের অবশ্য বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ করা হয়েছে।