শান্তিপুর কলেজে কী চলছে? মার্কশিট দেখতে গিয়েই সব পড়ল ধরা

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 28, 2025 | 8:15 PM

শিক্ষক নিয়োগে দুর্নীতি পর জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে গিয়ে ধরা পড়ল চার ছাত্র। ওই ছাত্রদের নামে কলেজ গেটে নোটিস কলেজ কর্তৃপক্ষের। তৃণমূল ছাত্রনেতাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন। এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে না চাইলেও তাদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ। নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা। উচ্চমাধ্যমিকের জাল মার্কশিট জমা দিয়ে স্নাতকস্তরে ভর্তি হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শান্তিপুর কলেজে। কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। সেই আবেদনের নথি যাচাই করতে গিয়ে ছ’টি মার্কশিট নিয়ে সন্দেহ প্রকাশ করেন কলেজ কর্তৃপক্ষ। এরপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, সন্দেহভাজন ছ’টি মার্কশিটের মধ্যে চারটি নকল। সঙ্গে সঙ্গে কলেজের গেটে একটি নোটিস জারি করে ওই চারজনের ভর্তি বাতিলের কথা ঘোষণা করা হয়।

শিক্ষক নিয়োগে দুর্নীতি পর জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে গিয়ে ধরা পড়ল চার ছাত্র। ওই ছাত্রদের নামে কলেজ গেটে নোটিস কলেজ কর্তৃপক্ষের। তৃণমূল ছাত্রনেতাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন। এই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে না চাইলেও তাদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ। নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা। উচ্চমাধ্যমিকের জাল মার্কশিট জমা দিয়ে স্নাতকস্তরে ভর্তি হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শান্তিপুর কলেজে। কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। সেই আবেদনের নথি যাচাই করতে গিয়ে ছ’টি মার্কশিট নিয়ে সন্দেহ প্রকাশ করেন কলেজ কর্তৃপক্ষ। এরপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, সন্দেহভাজন ছ’টি মার্কশিটের মধ্যে চারটি নকল। সঙ্গে সঙ্গে কলেজের গেটে একটি নোটিস জারি করে ওই চারজনের ভর্তি বাতিলের কথা ঘোষণা করা হয়।