Sujit Basu: একা দমকল বা একা পুলিশ সব পারবে না: সুজিত বসু
বীভৎস আগুন বড়বাজারে। সাত সকাল থেকে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এলাকাবাসী সূত্রে খবর, ভোর ৫টায় আগুন লেগেছিল গোটা এলাকায়। তখন থেকে চলছিল আগুন নেভানোর চেষ্টা। এরপর পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। জানা গিয়েছে, যে দোকানে প্রথম আগুন লাগে, সেখান থেকে আশেপাশের একাধিক বাড়ি ও দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।
বীভৎস আগুন বড়বাজারে। সাত সকাল থেকে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এলাকাবাসী সূত্রে খবর, ভোর ৫টায় আগুন লেগেছিল গোটা এলাকায়। তখন থেকে চলছিল আগুন নেভানোর চেষ্টা। এরপর পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। জানা গিয়েছে, যে দোকানে প্রথম আগুন লাগে, সেখান থেকে আশেপাশের একাধিক বাড়ি ও দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের কর্মীরা গ্যাস কাটার দিয়ে দেওয়াল কেটে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রকে। এবার এই আগুন নিয়ে মুখ খুললেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “একা দমকল বা একা পুলিশ সব পারবে যাঁরা ব্যবসা করছেন তাঁদেরও কিছু দায়িত্ব থাকতে হবে। একা দমকল সব পারবে না। পুলিশও সব পারবে না। এর আগে এফআইআর হয়েছে। যদি দেখা যায় আইন ভেঙে কিছু হয়েছে অ্যাকশন হবে। সব কিছু আমাদের উপর পড়ে না। কিছু কিছু বিষয় দেখে পুরসভাও। কর্পোরেশনও জানে তাঁরা চেষ্টা করছে।”